Latest Update

Saturday, August 18, 2018

Shyamoli Paribahan || All Counter Contact Number


বাংলাদেশের পরিবহন খাতে শ্যামলী পরিবহন একটি উল্লেখযোগ্য নাম। প্রায় ৪০টি জেলায় শ্যামলী পরিবহন এসি এবং নন এসি উভয়ই গাড়ি চলাচল করে। বেতিক্রম বরিশাল বিভাগ, খুলনা, যশোর ও সাতক্ষীরা। এ সব জেলায় শ্যামলী পরিবহনের গাড়ি চলাচল করে না।

শ্যামলী পরিবহন এর সকল কাউন্টার সমুহঃ



সাথে থাকুন, খুব শীঘ্রই আবারো আপডেট করা হবে ।

পরার্মশঃ আমরা সবসময় সর্বশেষ তথ্য দেয়ার চেষ্টা করি। যেকোনো কোম্পানি তাঁদের কাউন্টার স্থান/ফোন নাম্বার যেকোনো সময় পরিবর্তন করতে পারে। যদি কোন কোম্পানি এরূপ করে থাকে এবং আমাদের দেয়া তথ্যে ভুল থাকে, তাহলে আমরা আন্তরিক ভাবে দুঃখিত। সঠিক তথ্যের জন্য আপনাদের এবং সংশ্লিষ্ট পরিবহন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করছি। এবং আপনাদের একান্তই যদি কোন স্থান এর কাউন্টার নাম্বার প্রয়োজন হয়, তাহলে এই পোস্টের নিচে কমেন্ট করুন। ধন্যবাদ।

[বিঃ দ্রঃ আমরা কোন প্রকার টিকিট ক্রয়/বিক্রয় সংক্রান্ত সেবা প্রদান করিনা। বিধায়, এ বিষয়ে কেউ মেইল বা কমেন্ট করবেন না। ধন্যবাদ।]

4 comments:

  1. সাভারে কোনো কাউন্টার নেই?

    ReplyDelete
  2. কতগুলা সুপারভাইজার রাখা হয়েছে ব্যবহার অমানুঅমা মত।

    ReplyDelete
  3. ঢাকা আব্দুল্লাহপুর থেকে কলকাতা মোবাইল
    নাম্বারটা দরকার

    ReplyDelete
  4. চন্দ্রা কাউন্টার নাম্বার

    ReplyDelete