Latest Update

Monday, June 11, 2018

আর নয় লাইন দাঁড়ানো, সহজেই বাসের টিকিট কিনুন অনলাইনে

সহজেই বাসের টিকিট কিনুন অনলাইনে


কষ্ট করে বাসস্ট্যান্ডে গিয়ে লাইনে দাঁড়িয়ে  টিকিট কাটার দিন শেষ । এখন থেকে খুব সহজেই অনলাইনেই কাটা যাবে বাসের টিকিট। আর এই সুবিধা নিয়ে এসেছে www.shohoz.com
নানান রকম ঝামেলা অতিক্রম করে তাদের বাস কাউন্টারে যেতে হচ্ছে শুধুমাত্র টিকিট সংগ্রহের জন্যে। আর সেখানে যেয়েও তারা দেখছেন, প্রয়োজনীয় সময়ের টিকেট নেই। টিকিট বুকিং নিয়ে এই যামেলার দিন শেষ । এখন যেখানে খুশি সেখানে বসে টিকেট কাটুন সহজে ।

পরার্মশঃ আমরা সবসময় সর্বশেষ তথ্য দেয়ার চেষ্টা করি। যেকোনো কোম্পানি তাঁদের কাউন্টার স্থান/ফোন নাম্বার যেকোনো সময় পরিবর্তন করতে পারে। যদি কোন কোম্পানি এরূপ করে থাকে এবং আমাদের দেয়া তথ্যে ভুল থাকে, তাহলে আমরা আন্তরিক ভাবে দুঃখিত। সঠিক তথ্যের জন্য আপনাদের এবং সংশ্লিষ্ট পরিবহন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করছি। এবং আপনাদের একান্তই যদি কোন স্থান এর কাউন্টার নাম্বার প্রয়োজন হয়, তাহলে এই পোস্টের নিচে কমেন্ট করুন। ধন্যবাদ।

আপনাদের কোন অভিযোগ, পরামর্শ বা কোন তথ্য আমাদেরকে পাঠাতে চাইলে মেইল করুন-
Mail: infonayan49@gmail.com
Admin: Sree Nayan Kumar Roy.
Gaibandha Sadar Gaibandha.

[বিঃ দ্রঃ আমরা কোন প্রকার টিকিট ক্রয়/বিক্রয় সংক্রান্ত সেবা প্রদান করিনা। বিধায়, এ বিষয়ে কেউ মেইল বা কমেন্ট করবেন না। ধন্যবাদ।]

1 comment: